
নাটোর ১৭ নভেম্বর : নাটোরের বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক ডিসপ্লে প্রদর্শন ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার বিকেলে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনসার আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব প্রমুখ।
এরআগে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সালাম গ্রহন করেন অতিথিবৃন্দ। পরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক ডিসপ্লে প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষর্থীরা। পরে এক পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।