
ভোরের বার্তা ২৭ এপ্রিল : মহামারী করোনা ভাইরাসে টাঙ্গাইল জেলায় এপর্যন্ত ২৪ জন আক্রান্ত ও ভূঞাপুর ও মির্জাপুর উপজেলার দুজন ছাড়া নতুন কেউ সুস্থ হয় নি।
সোমবার আইইডিসিআর ও টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে সূত্রে জানা গেছে, ১২ টি উপজেলার মধ্যে ৮ টি উপজেলায় এ আক্রান্ত হয়।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের তালিকায় রয়েছে ২০ জন ও আইইডিসিআরের তালিকায় আরো ৪ জন আক্রান্ত। মোট আক্রান্ত ২৪ জন।
সিভিল সার্জন অফিসের তালিকার মধ্যে ভূঞাপুর ৫, নাগরপুর ৪, মির্জাপুর ১, ঘাটাইল ১, মধুপুর ১, সখীপুর ৬, গোপালপুর ১, দেলদুয়ার ১। এর মধ্যে ঘাটাইলে একজন মৃত্যু। মির্জাপুর ও ভূঞাপুরে একজন করে সুস্থ।
পুরোটা লক ডাউন করা না হলে করা উচিৎ।