
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মুরশেদ রঞ্জু, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ বেলাল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেশরহাট পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ রোকমতজ্জামান টিটো, রায়ঘাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আয়েজ উদ্দিন, যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন এবং আতিকুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামী ৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে কেশরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেশরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত একাধিক প্রার্থী থাকলেও বর্তমানে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুস্তম আলী প্রামানিক পূর্বে তার প্রচার-প্রচারণা চালিয়ে গেলেও গত কয়েক দিন আগে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র শহিদুজ্জামান শহিদ এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এরপর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ এর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার (২০ই জানুয়ারি) নৌকা প্রতীকে ভোট চেয়ে কেশরহাটে যুবলীগের প্রচার মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।